আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা মৌলভীবাজার জেলার শতাব্দী প্রাচীন একটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত ০১-০১-১৮৯৮ খ্রি. থেকে অদ্যাবধি এ মাদ্রাসাটি অতি সুনামের সহিত বড়লেখা তথা মৌলভীবাজার জেলার বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
এ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ে অতি সুনামের সাথে কর্মরত আছেন। আমি মাদ্রাসার সার্বিক উন্নয়নের স্বার্থে সম্মানিত এলাকাবাসী, অভিভাবক মন্ডলী, গভার্ণিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষকদেরকে নিয়ে সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। এলাকার মানুষ আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব অর্পন করেছেন, তা আমি নিতান্ত সততা ও বিশ্বস্থতার সহিত পালন করে যাচ্ছি।
অত্র এলাকায় একটি সুশিক্ষিত, ধার্মিক ও কর্মবীর জাতি গঠনে এই মাদ্রাসাটি সক্রিয় ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। এলাকার শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ সবসময়ই আমাদের পাশে ছিলেন, এজন্য আমি তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মাদ্রাসার সার্বিক উন্নয়নে আগামী দিনগুলোতেও আমি তাঁদের আন্তরিক সহযোগিতা কামনা করি।
আমি এই মাদ্রাসায় বিগত ২০১৪ সনে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি। আমার যোগদানের পর থেকেই আমি আমার সহকর্মীদেরকে নিয়ে মাদ্রাসাটিকে একটি আদর্শ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় নিয়ে আন্তরিকতা, দক্ষতা এবং নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি । কর্মরত সকল শিক্ষক/শিক্ষিকাদের নিরলস প্ররিশ্রমে এই মাদ্রাসাটি ২০১৫ইং সনে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক বড়লেখা উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে পুরষ্কৃত হয় । তা ছাড়া ২০১৭ইং সনের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অত্র মাদ্রাসাটি বড়লেখা উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে স্বীকৃত হয় । সহপাঠক্রমিক কার্যক্রমেও অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সনে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। শিক্ষার গুনগত মান উন্নয়ন ও জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে।
ফজলুল হাসান মোঃ ইউসুফ আলী
কামিল ও এম.এ (১ম শ্রেনী)
অধ্যক্ষ
পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1716-813729
ই-মেইল: pgmfm129570@gmail.com
ওয়েব: www.pgmfm.edu.bd