মাদ্রাসার নামঃ পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা
ঠিকানাঃ ডাকঘরঃ দক্ষিণভাগ, বড়লেখা, মৌলভীবাজার।
EIIN: 129570
মাদ্রাসা কোড: ১৮৮০৩
MPO কোড: 1301082301
প্রতিষ্টাকাল: ১লা জানুয়ারী ১৮৯৮ খ্রীঃ
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ : পাথারিয়ার ছাহেব হযরত শাহ সুফী আল্লামা শরাফত আলী চৌধুরী আল কদমী (রহ)।
প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: অত্র মাদ্রাসাটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের গাংকুল মৌজায় অবস্থিত। আল্লামা শরাফত আলী চৌধুরী ১৮৯০ইং খ্রীস্টাব্দে ভারতের কলিকাতা আলিয়া মাদ্রাসা হইতে কৃতিত্বের সহিত এম.এম ডিগ্রী অর্জন করতঃ নিজ এলাকায় ইসলাম প্রচারের মহৎ উদ্দেশ্যে সর্বপ্রথম তিনি নিজ বাড়ীর টংগী ঘরে ০১-০১-১৮৯৮ খ্রীস্টাব্দে ফুরকানীয়া ও হিফজ খানা হিসাবে মাদ্রাসাটি শুরু করেন । উক্ত মাদ্রাসায় অধ্যয়নরত দুরের শিক্ষার্থীদের থাকা খাওয়ার জন্য নিজ বাড়ীতে একটি নোঙ্গর খানা প্রতিষ্টা করেন। ১৯২০ খ্রীঃ পর্যন্ত আমৃতু তিনি মাদ্রাসাটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাহার সুযোগ্য পুত্র গাংকুলের ছাহেব হিসাবে খ্যাত হযরত শাহ সুফী আল্লামা মুফতী ছাদ উদ্দিন শরফী চৌধুরী আল কদমী (রহ) মাদ্রারাসাটির প্রধানের দায়িত্ব গ্রহন করেন। বৃটিশ শাসনের পর ১৯৫০ সাল পর্যন্ত মাদ্রারাসাটি তাহাদের বাড়ীর টংগী ঘরে ছিল।
অত:পর মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বড় পরিসরে মাদ্রাসাটি স্থানান্তর করার আবশ্যকতা দেখা দেয়। তখন গাংকুল নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জনাব মো: ছমদু আলী সাহেব নিজ বাড়ীর সামনে অবস্থিত ৩০ শতক ভুমি মাদ্রাসার নামে দান করায় ১৯৫১ সনে মাদ্রাসাটি বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। উক্ত সময়ে গাংকুল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট জমিদার জনাব নুর উদ্দিন চৌধুরী সাহেব মাদ্রাসার ছাত্র শিক্ষক দের পানিয় জলের সুবিধার জন্য মাদ্রাসা সংলগ্ন ১১১ শতক আয়তনের একটি বিশাল পুকুর মাদ্রাসার নামে দান করেন। অত:পর মাদ্রাসার ক্লাশ ও ছাত্র সংখ্যা বৃদ্ধির কারনে ক্যাম্পাসের আয়তন বৃদ্বির জন্য উক্ত গাংকুল গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সাহেব ও উনার পরিবারের পক্ষ হতে ৩২শতক ভুমি মাদ্রাসার নামে দান করেন। সব মিলিয়ে মাদ্রাসা ক্যাম্পাসের মোট অখন্ড ভুমি ১.৭৩ শতক।
উল্লেখ্য যে, মাদ্রাসাটি পুর্ব পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬৪ সনে দাখিল, ১৯৬৭ সনে আলিম এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৭৮ সনে মাদ্রাসাটি ফাজিল স্তরে স্বীকৃতি লাভ করে। অত:পর বাংলাদেশ সরকারের এক নির্বাহী আদেশে ০১/১২/১৯৮৪ ইংরেজি হইতে মাদ্রাসাটি একসাথে ফাজিল স্তরে এম.পি.ও ভুক্ত হয়। বর্তমানে মাদ্রাসায় ৩০ জন শিক্ষক / কর্মচারী সহ ৯ শতাধিক শিক্ষার্থী লেখা পড়া করিতেছে।
মাদ্রাসার প্রতি বছরের পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক । মাদ্রাসার শিক্ষার মান এবং চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করিতেছি ।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1716-813729
ই-মেইল: pgmfm129570@gmail.com
ওয়েব: www.pgmfm.edu.bd