আলিম ১ম বর্ষ সমাপনী ও ফাযিল ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত নোটিশ।
এত দ্বার অত্র মাদ্রাসার আলিম ১ম বর্ষ ও ফাযিল ১ম বর্ষ অধ্যায়নরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০৭/০৯/২০২৩ইং রোজ বৃহস্পতিবার হইতে আলিম ১ম বর্ষ সমাপনী ও ফাযিল ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হইবে। তাই আগামী ৩১/০৮/২০২৩ইং তারিখের মধ্যে পরীক্ষা ফি মাদ্রাসার অফিসে জমা দেওয়ার জন্য বলা হইল।
পরীক্ষা ফি জন প্রতি:
আলিম ১ম বর্ষ -৩০০/ টাকা
ফাযিল ১ম বর্ষ -২০০/ টাকা