৬ষ্ট ও ৮ম শ্রেণীর রেজিঃ ফিঃ ও তথ্য প্রদান প্রসঙ্গে।
এতদ্বারা অত্র মাদ্রাসার ৬ষ্ট ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের অবগতির জন্য যানানো যাইতেছে যে, চলিত সনের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণীর বোর্ডের রেজিষ্টেশন আপডেট করার নিমিত্তে মাদ্রাসার অফিস হইতে সরবরাহকৃত তথ্য ফরম ইংরেজী বড় হাতের অক্ষরে পূরণ করিয়া অনলাইন ইংরেজি জন্ম নিবন্ধদন সনদ + পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের কপি + ব্যাকগ্রাউন্ড সাদা দুই কপি ছবি + নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি আগামী ১২-০৬-২০২৪ ইং তারিখের মধ্যে অফিস সহকারি জনাব কবির উদ্দিন এর নিকট জমা দেওয়ার জন্য বলা হইলো।