এত দ্বারা অত্র মাদ্রাসার দাখিল ৯ম শ্রেনীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,মাদ্রাসা শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী তাদের রেজিষ্ট্রেশন ফি + জেডিসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড+ ১ কপি টুপি / ওড়না পরিহিত ব্যাকগ্রাউন্ড সাদা PP সাইজ ছবি আগামী ৩১/০৮/২০২৩ ইং তারিখের মধ্যে মাদ্রাসার অফিস সহকারী জনাব মো: তায়েফ আহমদের নিকট জমা দেওয়ার জন্য পুনরায় বলা হইলো। বিষয়টি অতীব জরুরি , তাই সংবাদ টি একে অন্যকে জানিয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে বলা হইলো ।