প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: অত্র মাদ্রাসাটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের গাংকুল মৌজায় অবস্থিত। আল্লামা শরাফত আলী চৌধুরী ১৮৯০ইং খ্রীস্টাব্দে ভারতের কলিকাতা আলিয়া মাদ্রাসা হইতে কৃতিত্বের সহিত এম.এম ডিগ্রী অর্জন করতঃ নিজ এলাকায় ইসলাম প্রচারের মহৎ উদ্দেশ্যে সর্বপ্রথম তিনি নিজ বাড়ীর টংগী ঘরে ০১-০১-১৮৯৮ খ্রীস্টাব্দে ফুরকানীয়া ও হিফজ খানা হিসাবে মাদ্রাসাটি শুরু করেন । উক্ত মাদ্রাসায় অধ্যয়নরত দুরের শিক্ষার্থীদের থাকা খাওয়ার জন্য নিজ বাড়ীতে একটি নোঙ্গর খানা প্রতিষ্টা করেন। ১৯২০ খ্রীঃ পর্যন্ত আমৃতু তিনি মাদ্রাসাটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাহার সুযোগ্য পুত্র গাংকুলের ছাহেব হিসাবে খ্যাত হযরত শাহ সুফী আল্লামা মুফতী ছাদ উদ্দিন শরফী চৌধুরী আল কদমী (রহ) মাদ্রারাসাটির প্রধানের দায়িত্ব গ্রহন...
পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা মৌলভীবাজার জেলার শতাব্দী প্রাচীন একটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত ০১-০১-১৮৯৮ খ্রি. থেকে অদ্যাবধি এ মাদ্রাসাটি অতি সুনামের সহিত বড়লেখা তথা মৌলভীবাজার জেলার বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
এ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ে অতি সুনামের সাথে কর্মরত আছেন। আমি মাদ্রাসার সার্বিক উন্নয়নের স্বার্থে সম্মানিত এলাকাবাসী, অভিভাবক মন্ডলী, গভার্ণিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষকদেরকে নিয়ে সাধ্যানুযায়ী কাজ করে...
প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: অত্র মাদ্রাসাটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের গাংকুল মৌজায় অবস্থিত। আল্লামা শরাফত আলী চৌধুরী ১৮৯০ইং খ্রীস্টাব্দে ভারতের কলিকাতা আলিয়া মাদ্রাসা হইতে কৃতিত্বের সহিত এম.এম ডিগ্রী অর্জন করতঃ নিজ এলাকায় ইসলাম প্রচারের মহৎ উদ্দেশ্যে সর্বপ্রথম তিনি নিজ বাড়ীর...
পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মৌলভীবাজার জেলার একটি অতিপ্রাচীন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান । মাদ্রাসাটি প্রতিষ্ঠা লগ্ন হইতে অত্র এলাকা তথা বৃহত্তর মৌলভীবাজার জেলায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মানবিক মুল্যবোধ সম্পন্ন জাতি গঠনে বিশেষ ভুমিকা পালন করছে।
আমি ২০১৫ ইং সন হইতে পর পর ৪ মেয়াদে উক্ত মাদ্রাসার গভার্নিং বডির সভাপতি হিসাবে...